চোর দুই প্রকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, আমাদের দেশে যারা এমপি-মন্ত্রী রয়েছেন, এরা যে আমাদের জনগণের টাকা চুরি করে বিদেশে পাঠান এরা হচ্ছেন স্বভাবী চোর। অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নেই। কিন্তু ইসলাম বলেছে স্বভাবী চোরদের হাত কেটে দাও। আজ বাংলাদেশে যদি একটি স্বভাবী চোরের হাত কেটে দেন, দেখবেন যুগ যুগ ধরে আর চুরির প্রবণতা থাকবে না। তিনি আরও বলেন, যে খেতে পারে না, মরণাপন্ন, নিরুপায় হয়ে চুরি করেছে তাকে অভাবী চোর বলে। আর স্বভাবী চোরের কোনো দিক থেকেই কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরও চুরি করে। আমাদের দেশে একজন বড় ধনী ছিল, সে কিন্তু বিদেশে গিয়ে এক জায়গায় চুরি করেছিল। এটা কিন্তু আমাদের অনেকের জানা আছে। রোববার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদ আয়োজিত ১৩তম কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, সবক্ষেত্রে বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ— যে নিজেকে মুসলমান দাবি করবে তাকে এটা মানতেই হবে। আর অন্যান্য যে স্বজাতিরা রয়েছেন তারাও সৃষ্টিকর্তাকে মানেন। অনেকাংশে বিভিন্ন কায়দায় সম্পৃক্ততার মাধ্যমে। অনেকে আমরা ইসলামী আইনের কথা শুনলে ভয় পাই। ইসলামে এমন এক নীতি আদর্শ আছে যেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হয়। ইসলাম কি সব চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে? এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |