| বঙ্গাব্দ
ad728
ad728

শেষ তিন বলে ফিরে এলেন মোস্তাফিজ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-01-2025 ইং
  • 123 বার পঠিত
শেষ তিন বলে ফিরে এলেন মোস্তাফিজ
ছবির ক্যাপশন: মোস্তাফিজুর রহমান

আউট’—জায়ান্ট স্ক্রিনে এই শব্দটা ভেসে উঠতেই হাঁপ ছেড়ে বাঁচলেন মোস্তাফিজুর রহমান। টিভি আম্পায়ার প্রায় কোমর সমান উচ্চতার বলটিকে ‘নো’ বল ঘোষণা করলেই বিপদ হয়ে যেত। ফিরতি ক্যাচ ধরে আরিফুল হককে আউট করা মোস্তাফিজ উইকেট তো পেতেনই না, উল্টো তাঁকে করতে হতো একটি অতিরিক্ত বল, আর যেটি হতো আবার ফ্রি হিট। তাতে ২ বলে ১১ থেকে সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ জয়ের সমীকরণটা হয়ে যেত ৩ বলে ১০ রানের।

সেটি হয়নি। অবিশ্বাস্য এক রান তাড়ায় জয়ের সম্ভাবনা জাগানো সিলেট স্ট্রাইকার্স পরের বলে হারিয়েছে আরেকটি উইকেট। এবার রানআউট হয়েছেন সামিউল্লাহ শিনোয়ারি। ম্যাচ শেষ তখনই। বলতে গেলে মোস্তাফিজ প্রথম তিন বলে ওয়াইড ও চার–ছক্কাসহ ১২ রান দেওয়ার পর ফিরেছেন শেষ তিন বলে। এই তিন বলে উইকেট পড়েছে দুটি। শেষ বলে ৪ মেরে রুয়েল মিয়া শুধু হারের ব্যবধানই কমাতে পারলেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৬ রান তুলেছিল পয়েন্ট তালিকার তলানিতে থেকে ম্যাচটি শুরু করা ঢাকা ক্যাপিটালস। রান তাড়ায় ৭ উইকেটে ১৯০ রান তুলতে পারে সিলেট স্ট্রাইকার্স। ৬ রানে জিতে নবম ম্যাচে দ্বিতীয় জয় পেল ঢাকা। তাতে পয়েন্ট তালিকায় সিলেটকে তলানিতে ঠেলে ছয়ে উঠে এল দলটি। ঢাকার চেয়ে এক ম্যাচ কম খেলা সিলেটেরও পয়েন্ট ৪। দলটি ঢাকার পেছনে পড়েছে নেট রান রেটের হিসাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম