| বঙ্গাব্দ
ad728
ad728

রাস্তায় হঠাৎ তোলা ছবির তরুণী ইতিহাস গড়ে হলেন বিশ্বের টপ মডেল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-12-2024 ইং
  • 45096 বার পঠিত
রাস্তায় হঠাৎ তোলা ছবির তরুণী ইতিহাস গড়ে হলেন বিশ্বের টপ মডেল
ছবির ক্যাপশন: ২৭ বছর বয়সী মিসরীয়-সুদানিজ-মার্কিন সুপারমডেল

২৭ বছর বয়সী মিসরীয়-সুদানিজ-মার্কিন সুপারমডেল আনক ইয়াই। অনেকে বলেন, আনকই বিশ্বের সবচেয়ে ‘পারফেক্ট’ মডেল। ফ্যাশন ইন্ডাস্ট্রিকে একটা ভিন্ন মাত্রা দিয়েছেন ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার ৫৮ কেজি ওজনের এই মডেল। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁর নানা তথ্য। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একজন স্ট্রিট ফটোগ্রাফারের তোলা এক কিশোরীর ছবি হঠাৎ করেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম সারির একাধিক মডেলিং এজেন্সি এই নারীর খোঁজ শুরু করে। তাঁর সঙ্গে চুক্তি করতে চায় তারা। সেদিনের সেই কিশোরীই আজকের সুপারমডেল আনক ইয়াই।আনকের জন্ম ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর মিশরের কায়রোতে এক খ্রিষ্টান পরিবারে। জন্মের পরপরই তাঁর পরিবার সুদানের খার্তুমে চলে যায়। সেখানে কয়েক বছর থেকে তাঁর পরিবার পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে চলে যায়।আনক তাঁর আফ্রিকান পরিচয়, সংস্কৃতি নিয়ে খুবই গর্বিত। তাঁর মধ্যবিত্ত পরিবারে শিক্ষাকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মা সেবিকা, বাবা চাকরিজীবী। একমাত্র বোন আলিম যুক্তরাষ্ট্রের একটা করপোরেট প্রতিষ্ঠানের ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন।  আনক মডেলিংয়ে বেশ কিছু ইতিহাস গড়েছেন। প্রথম কৃষ্ণাঙ্গ মডেল হিসেবে তিনি ২০১৮ সালে প্রাডার রানওয়েতে হেঁটেছেন। আনকের চূড়ান্ত সফলতার পর মডেলিং ইন্ডাস্ট্রিতে কৃষ্ণাঙ্গ মডেলের ব্যাপক চাহিদা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম