কুষ্টিয়া প্রতিনিধিঃ
বিতর্কিত ব্যক্তিদের কুষ্টিয়া পৌর বিএনপির কমিটি থেকে বাদ দেওয়ার ৩দিনের আল্টিমেটাম দিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য আল আমিন রানা কানাই। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তার ফেসবুক এর মাধ্যমে কুষ্টিয়া শহরের ওয়ার্ড বিএনপির এক কার্যালয়ে পৌর বিএনপির নবাগত কমিটির বিষয়ে আলোচনা করেন। ইতিমধ্যে দেখা গিয়েছে কুষ্টিয়া পৌর বিএনপির কমিটিতে কিছু ব্যক্তিকে রাখার জন্য বিতর্ক সৃষ্টি হচ্ছে। যারা দীর্ঘ ১৭বছর স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা অত্যাচারিত হয়েছে তাদেরকে বাদ রেখে এই কমিটি করেছে বলে পদবঞ্চিত নেতারা দাবি করছে। এছাড়া যারা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সুবিধা ভোগ করেছে, ওই সময় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছে, তাদেরকে এই কমিটিতে রাখায় বিতর্কিত হচ্ছে বলে জানান তিনি। যাদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে তাদেরকে দ্রুত সময়ে কমিটি থেকে বাদ দেওয়ার কথা জানিয়ে ৩দিনের আল্টিমেটাম দিয়েছেন জেলা যুবদলের সাবেক নেতা আল আমিন রানা কানাই। তিনি আরো বলেন, আগামী তিনদিনের মধ্যে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার পৌর কমিটির বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে সক্রিয় অবস্থানে যাবেন। এসময় আল আমিন রানা কানাই জানান, তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |