কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
শুক্লা দ্বাদশীর প্রাতে সতীর্থদের সাথে আগমনীর অন্তরায় KGS মিলন মেলায় আমরা সকলে একসাথে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে সারাদিন ব্যাপী কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সকল ব্যাচের শিক্ষক ও শিক্ষার্থীর মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শামীমা আক্তার জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সোহেলি আফরোজ ও রাশিদা বানুসহ আরো অন্যান্য শিক্ষকবৃন্দ। সার্বিক আয়োজনে ১৯৯৫ ব্যাচের রুবানা শাহ বানু মিষ্টি, মাসুম আরা সুমন, ১৯৯৬ ব্যাচের ইসরাত জাহান মিতা, ইসরাত জাহান ববি, মিশু, রুমা, লুবনাসহ এস.এস.সি. ব্যাচ ১৯৯১ থেকে ১৯৯৯ এর শিক্ষার্থীগণ। ১৯৯২ ব্যাচের নাদিরা খানম, বর্তমান সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিদায়ী শিক্ষকদের সম্মাননা উপহার ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্বাগত বক্তব্য রাখেন। শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দুর মধ্যে মিলন মেলায় পরিণত হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |