রাজবাড়ীতে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মাছটি বিক্রি হয়েছে প্রায় ৭৬ হাজার টাকায়। আজ সোমবার সকালে মাছটি মানিকগঞ্জের হরিরামপুরের এক জেলের জালে ধরা পড়ে। পরে দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় বিক্রি হয়। স্থানীয় জেলেরা জানান, শুষ্ক মৌসুম হওয়ায় পদ্মা ও যমুনা নদীর পানি কমে অনেকটা নালায় পরিণত হয়েছে। নদীর গভীরে পানি যেখানে আটকা, সেসব স্থানে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। প্রতিদিনের মতো আজ সকালে রাজবাড়ী ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরা দুই জেলার সীমান্তবর্তী পদ্মা নদীতে বিভিন্ন ধরনের জাল ফেলেন। কিছুক্ষণ পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এক জেলের ফাসন জালে কয়েকটি ঝাঁকুনি দিলে প্রথমে চমকে ওঠেন। সকাল আটটার দিকে সতর্কতার সঙ্গে জাল নৌকায় তুলে দেখতে পান বিশাল আকারের এক বাগাড়। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বাগাড় মাছটি কিনে নেন। শাহজাহান শেখ বলেন, বাগাড়টির ওজন ৪১ কেজি ৬০০ গ্রাম। জেলের থেকে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকায় কেনেন তিনি। এরপর সিলেট অঞ্চলের এক লন্ডনপ্রবাসীর কাছে কেজিপ্রতি ১০০ টাকা লাভে মোট ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী, বাগাড় একটি মহাবিপন্ন প্রাণী। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী বাগাড় শিকার করা, ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। আইন থাকা সত্ত্বেও বাস্তবায়ন না থাকায় বাগাড় শিকার ও প্রকাশ্যে বিক্রি অব্যাহত রয়েছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |