কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার, মিরপুর উপজেলার, তেঘরিয়া, আইডিয়াল হাই স্কুলের প্রাই ২ লক্ষ টাকার গাছ কাউকে না জানিয়ে কর্তন করা হয়েছে। অন্যায় ভাবে প্রধান শিক্ষিকা রোজিনা পারভিন পেশি শক্তি ব্যবহার করে গাছ বিক্রয় করেছেন। রোজিনা পারভিনের ক্ষমতার ভয়ে কেও মুখ খুলতে নারাজ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে সারি সারি গাছ আর নেই, প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনকারী ও ফল প্রদানকারী গাছ কেটে পুরো জায়গা ফাকা করা হয়েছে। জানা যায় গত শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) তারিখে গাছ কর্তন করা হয়েছে। গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি বলেন এই গাছ আমরা লাগিয়েছি গাছগুলো রাস্তার পাশে হওয়ায় রাস্তার কাজের জন্য আমরা গাছগুলো কর্তন করেছি। গাছ কর্তনের বিষয়ে ম্যানেজিং কমিটি জানে কিনা তা জানতে চাইলে তিনি বলেন আমাদের স্কুলে কোন ম্যানেজিং কমিটি নেই বর্তমানে এডব কমিটি আছে তাও অনুমোদন হয় নাই। বর্তমানে স্কুলের দায়িত্বে আছেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার করিমুন্নেছার সাথে মুটো ফোনে কথা বললে তিনি এ বিষয়ে সঠিক কোন উত্তর দেন নাই। তিনি বলেন আমি এখন ব্যস্ত আছি বিষয়টি পরে জানাবো। এলাকাবাসী বলেন প্রধান শিক্ষিকা তার পেশী শক্তির বলে ইচ্ছাকৃতভাবে গাছগুলো বিক্রি করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ বিক্রি করতে হলে অবশ্যই সরকারিভাবে অনুমোদন লাগে। তবে গাছ কর্তন বিষয়ে সরকারি কোন অনুমোদনের কফি স্কুল কর্তৃপক্ষের কাছে নেই। মোঃ আসরাফ আলি, পিতা- মৃত আওলাদ আলি, তিনি তেঘরিয়া গ্রামের সাধারন নাগরিক। তিনি বলেন সাবেক ম্যানেজিং কমিটি ও বর্তমান এডোপ কমিটির কোন সদস্যকেই তিনি গাছ কাটার বিষয়ে জানান নাই। এমনকি এলাকাবাসীর কোন ব্যক্তিকেও গাছ কাটার বিষয়ে কোন কিছু জানান নাই। স্কুলের আশেপাশের লোকজনও গাছ কাটার বিষয়ে কোন কিছু জানেন না। তাই তদন্ত পূর্বক এর দৃষ্টান্ত মূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি । কহিনুর মৃধা বলেন স্কুলের পাশের পরিবেশবান্ধব গাছ এভাবে কর্তন করা সম্পূর্ণভাবে অন্যায় ও অযৌক্তিক। মোঃ মোস্তফা আল কামাল বলেন বেশি করে গাছ লাগান পরিবেশ বাচান সরকারের এই স্লোগানের বিপরীতে স্কুলের গাছ কর্তন মেনে নেয়ার মত নয়। মোঃ তাজুব্বার খান বলেন বাড়ির পাশের স্কুলের গাছ কেটে পরিবেশ নষ্ট করা হয়েছে সকালে বিকালে আমরা গাছের নিচে বসে থাকতাম, গাছে অনেক ফল আসতো কিন্তু কেন এই গাছ কাটা হলো তা আমরা জানতে চাই। মোঃ হাজিবুল ইসলাম বলেন আইডিয়াল স্কুলের গাছ কেটে পরিবেশের বিপর্যয় ঘটানো হয়েছে। তাই আমরা সরকারের কাছে এর বিচার চাই। এছাড়াও আমরা এলাকার অনেক ব্যক্তির সাথে কথা বলেছি তাদের সকলের এক দাবি এক দফা এই ধরনের অন্যায় কাজ কোনরকম মেনে নেয়া হবে না। এ বিষয়ে প্রশাসনের সঠিক হস্তক্ষেপ কাম্য। এই কাজের সঙ্গে যারা জড়িত তদন্ত করে সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |