| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার কুমারখালিতে নকল ১০ বস্তা বিড়িসহ ২ জন আটক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-01-2025 ইং
  • 35513 বার পঠিত
কুষ্টিয়ার কুমারখালিতে নকল ১০ বস্তা বিড়িসহ ২ জন আটক
ছবির ক্যাপশন: কুমারখালিতে নকল ১০ বস্তা বিড়িসহ ২ জন আটক

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে নকল দশ বস্তা বিড়িসহ দুজনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই বিপ্লব বিশ্বাস নেতৃত্বে থানা পুলিশের একটি আভিধানিক দল তাদের আটক করে আদালতে পাঠিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল নয়টায় উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালন বাজার এলাকা থেকে তাদের আটক করে। আটককৃত ব্যাক্তিরা হলেন, ভেড়ামারা উপজেলার বাহাদুর ইউনিয়নের জামালপুর গ্রামের আতাহার প্রামানিকের ছেলে লালন (৬০) শুকলাল প্রাম্নিকের ছেলে আব্দুল হালিম (৫০)। পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যাই কুষ্টিয়া থেকে অবোধ্য বিড়ির চালান কুমারখালী অভিমুখে আসছে এমন সংবাদের ভিত্তিতে লালন বাজার এলাকায় অভিযান চালিয়ে দশ বস্তা বিড়ি সহ দুজনকে আটক করা হয়। বিকেলে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সোলায়মান শেখ বলেন, দুজনকে অবোধ্য পাতা বিড়িসহ আটক করে তাদের জেলা কারাগারে পাঠানো হবে এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম