| বঙ্গাব্দ
ad728
ad728

সকালে লঙ্কায় সেঞ্চুরি করে সন্ধ্যায় দুবাইয়ে ঝড় তুললেন শানাকা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-02-2025 ইং
  • 33152 বার পঠিত
সকালে লঙ্কায় সেঞ্চুরি করে সন্ধ্যায় দুবাইয়ে ঝড় তুললেন শানাকা
ছবির ক্যাপশন: শানাকা

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে পুরোপুরি আলাদা টি-টোয়েন্টি ক্রিকেট। ভিন্ন ভিন্ন দুই সংস্করণে এক সঙ্গে পারফর্ম করাটা অনেক সময়ই কঠিন হয়ে যায়। অথচ একই দিনে ভিন্ন দুই সংস্করণে খেলে দুই জায়াগায়ই সফল হলেন দাসুন শানাকা।গতকাল রোববার কলম্বোর পি সারা ওভালে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে সেঞ্চুরি করেন শানাকা। মুরস স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৩৯ রান নিয়ে দিনের ব্যাটিং শুরু করেছিলেন তিনি। সাতে নেমে ৮৭ বলে খেলেন ১২৩ রানের বিধ্বংসী ইনিংস। যেখানে ৮ ছক্কা ও ১০ চারের মার ছিল।দলের বিপর্যয়ে ষষ্ঠ উইকেটে চারিথ আসালাঙ্কার সঙ্গে তার ১৪৮ রানের জুটি গড়েন শানাকা। এই জুটিতে ভর করেই ফলো অন এড়ায় দল। সিংহলিজ স্পোর্টস ক্লাব অল আউট হয় ২৭৫ রানে। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।প্রথম ইনিংসে ব্যাটিং করার পর ম্যাচে আর শানাকাকে দেখা যায়নি। সকালে তিনি যখন আউট হন, তখন দিনের খেলা হয়েছে সোয়া এক ঘণ্টার মতো। শ্রীলঙ্কায় ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই আইএল টোয়েন্টিতে খেলতে নামেন তিনি। দুবাইয়ে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের ইনিংসের ১৪ বল বাকি থাকতে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন শানাকা। তখন ১২ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৪ রান করেন তিনি। ২১৭ রান করে তার দল। শেষ পর্যন্ত ম্যাচটি জেতেও শানাকারা।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম