কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার মিরপুরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির চাপায় আরিয়ান জোয়ার্দ্দার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর দেড়টার দিকে উপজেলার ছাতিয়ান কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান একই এলাকার আরিফ জোয়ার্দ্দারের ছেলে। স্থানীয়া ও পুলিশ সূত্রে জানায়ায়, দুপুরে আরিয়ান রাস্তার পাশে খেলছিলো, সে দৌড়ে রাস্তা পার হাবার সময় একটি ট্রলি দ্রুত গতিতে এসে থাকা দিলে সেখানেই আরিয়ান মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার এসআই অসিত বাবু বলেন, আজ দুপুরে ছাতিয়ান কালিতলা এলাকায় ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রলিটি আটক করে রেখেছে এলাকাবাসী। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |