কুষ্টিয়া প্রতিনিধি: মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় ডায়াবটিক সচতনতা দিবস উপলক্ষ আলাচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া ডায়াবটিক সমিতি মুজিবুর রহমান মেমােরিয়াল ডায়াবটিক হসপিটাল চত্বর এ আলাচনা সভার আয়াজন করে কুষ্টিয়া ডায়াবটিস সমিতি মুজিবুর রহমান মেমােরিয়াল হসপিটাল কর্তপক্ষ। আলোচনা সভার উদ্বাধন করেন বাংলাদশ ডায়াবটিস সমিতি ও স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান, জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান। হসপিটালের সভাপতি মতিয়ার রহমান লাল্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টরলিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত রিদ রােগ বিশষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার এস আর খান, কষ্টিয়া প্রসক্লাবর সাধারন সম্পাদক আবু জুবায়েদ রিপন প্রমুখ। এ সময় বিভিন অঞ্চল থেকে আগত রােগীসহ সুধীজনেরা উপস্থিত ছিলন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |