কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
শিক্ষার মান উন্নয়নে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ এগিয়ে চলেছে। শহরের নিশান মোড়স্থ এলাকায় গড়ে উঠেছে একটি ডিজিটালাইজড শিক্ষাপ্রতিষ্ঠান। এতে আবাসিকের সুব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা। প্রতি বছরের ন্যায় এ বছরেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (অ: দা:) ও অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড: শামীমউল হাসান অপু, ইবির শিক্ষক প্রফেসর ড. গোলাম মাওলা, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর রফিকুল ইসলাম, ইবির শিক্ষক ড. কামরুল হাসান, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। বিআরবি ক্যাবলস লিঃ এর সচিব ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক সোহেল রানা মানিক। এর আগে কোরআন তেলাওয়াত করেন এডুকেয়ারের শিক্ষক সাজ্জাদ হোসেন। পরে দোয়া পরিচালনা করেন প্রফেসর ড. সুলাইমান হোসাইন। এসময় বক্তারা বলেন, আমাদের দায় ও দরদ থেকে এ দেশটাকে গড়ে তুলতে হবে। বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের মনে রাখতে হবে, আমরা সুযোগ পেয়েছি নতুন চিন্তা করার, ন্যায়নিষ্ঠ সমাজ গড়ার, যে সমাজের প্রতিটি নাগরিক সমান। বক্তারা উল্লেখ্য করে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশু ও কিশোরদের মুক্ত বিহঙ্গের মত বাধাহীনভাবে উড়তে দিতে হবে। যেন তারা মুক্ত মনে তাদের মত করে মেধা ও যোগ্যতা প্রয়োগ করে নিজেদের গড়ে তুলতে পারে। এদিকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল বলেন, এডুকেয়ার কুষ্টিয়াবাসীর প্রতিষ্ঠান। এই সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের পথ চলা। সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। শিক্ষা বিস্তারের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং আগামী দিনে শিক্ষার রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করবে ইনশাআল্লাহ।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |