কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
উন্নয়ন অগ্রগতি আর নিরবিচ্ছিন্ন সেবার অঙ্গীকার নিয়ে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর ত্রি- বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে। শনিবার (১৭ মে) ২০২৫ খ্রি. কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৮) সম্পন্ন হয়। সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ৩ টাকা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ভোট গ্রহণ সুসম্পন্ন হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিল ২৪৯ জন। ভোটারেরা ভোট প্রদান করেছে সর্বমোট ২৪২ জন। প্রতিটি প্যানেলে প্রার্থীর সংখ্যা ১৩ জন করে। এখন ভোটের ফলাফলের অপেক্ষায় প্রার্থীরা অপেক্ষা করছে কে জয় লাভ করেন এ নিয়ে রয়েছে চুলচিড়া বিশ্লেষণ। এতে শিহাব-বাবলু-সেলিম পরিষদের প্যানেল সদস্যগণ মোঃ শিহাব উদ্দীন, সভাপতি। এস এম রেজাউল ইসলাম বাবলু, কার্যকরী সভাপতি। মোঃ নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি। মোঃ মাসুদুজ্জামান, সহ-সভাপতি। হাসান আবুল ফজল সেলিম, সাধারণ সম্পাদক। কামাল আহমেদ করিম, সহকারী সম্পাদক। মোঃ সাহেদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক। মোঃ এমদাদুল হক নান্টু, যুগ্ম-সম্পাদক। এস এম রেজাউল করিম, অর্থ সম্পাদক। নির্বাহী সদস্য মোঃ সালাউদ্দিন সন্টু, মোঃ হাফিজুর রহমান, মোঃ আইয়ুব আলী, মোঃ আতিয়ার রহমান। নিঃস্বার্থ সেবার অঙ্গীকার" প্রতিপাদ্যকে সামনে রেখে আখতার-আকিল-রফিক পরিষদের প্যানেলের সদস্যগণ মোঃ আখতারুজ্জামান সভাপতি, আকিল আহমেদ,কার্যকরী সভাপতি, মোঃ আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি, মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি, কাজী রফিকুর রহমান, সাধারণ সম্পাদক, মোঃ আবুল হাসেম হাজু, যুগ্ম সম্পাদক, মোঃ আব্দুল হান্নান,সহকারী সম্পাদক। মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক। কাজী জালাল উদ্দিন রুমী, অর্থ সম্পাদক। নির্বাহী সদস্য,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ নওশের আলী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ কামরুজ্জামান মিন্টু। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৮) সম্পন্ন হয়। এতে ভোটার এবং প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেন। নির্বাচন কাজে সহযোগিতা করেন পুলিশ প্রশাসন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ, নির্বাচন কমিশনসহ সকল ভোটার ও প্রার্থীগণ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভোট গণনার কার্য চলছিল, ফলাফলের অপেক্ষায় প্রার্থীগণ।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |