| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় পেঁপে চাষে সাফল্যের দৃষ্টান্ত বলরামপুরের মিলন হোসেন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-06-2025 ইং
  • 31354 বার পঠিত
কুষ্টিয়ায় পেঁপে চাষে সাফল্যের দৃষ্টান্ত বলরামপুরের মিলন হোসেন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় পেঁপে চাষে সাফল্যের দৃষ্টান্ত বলরামপুরের মিলন হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি মোঃ মুনজুরুল ইসলাম 

কুষ্টিয়া সদর উপজেলার বলরামপুর গ্রামের তরুণ কৃষক মোঃ মিলন হোসেন পেঁপে চাষ করে অর্জন করেছেন চমকপ্রদ সাফল্য। আধুনিক কৃষি প্রযুক্তি ও পরিশ্রমকে সঙ্গী করে তিনি নিজের জমিতে বানিজ্যিকভাবে পেঁপে উৎপাদন শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন এলাকার একজন প্রভাবশালী সফল কৃষক। মিলন হোসেন জানান, তিনি প্রায় ১০ বছর আগে শখের বসে পেঁপে চাষ শুরু করেন। শুরুতে ১ বিঘা জমিতে থাই জাতের পেঁপে চাষ করেন। ভালো ফলন এবং বাজারে চাহিদা দেখে তিনি পরবর্তীতে চাষের পরিমাণ বাড়িয়ে বর্তমানে ৩ বিঘা  জমিতে পেঁপে চাষ করছেন। তার চাষকৃত পেঁপে গুলো স্বাদে ও আকারে উন্নত হওয়ায় স্থানীয় বাজার ছাড়িয়ে জেলা শহর ও পাশ্ববর্তী জেলাগুলোর বাজারেও বেশ চাহিদা রয়েছে। তিনি বলেন, “সঠিক পরামর্শ, সময়মতো সেচ, সার এবং পরিচর্যা করলে পেঁপে চাষ থেকে লাভবান হওয়া সম্ভব। বর্তমানে প্রতি মাসে পেঁপে বিক্রি করে প্রায় ৫০-৬০ হাজার টাকা আয় করছি।” স্থানীয় কৃষি অফিসার জানান, “মিলন হোসেন আধুনিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে অন্য কৃষকদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষি বিভাগ তার মতো উদ্যোক্তাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছে।”বলরামপুর গ্রামের অনেক তরুণ এখন মিলনের দেখাদেখি পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মিলনের এই সাফল্য কেবল তার নিজের জীবনের পরিবর্তনই আনেনি, বরং সমগ্র গ্রামের কৃষি উন্নয়নের পথ দেখিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম