| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ঘর থে‌কে ব্যবসায়ীর গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-06-2025 ইং
  • 34952 বার পঠিত
কুষ্টিয়ায় ঘর থে‌কে ব্যবসায়ীর গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ঘর থে‌কে ব্যবসায়ীর গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল  ইসলাম 

কু‌ষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথায় গু‌লিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। রবিবার (৮ জুন) সকালে উপজেলার পা‌টিকাবাড়ি ইউনিয়‌নের তাহাজ‌মোড় এলাকা থে‌কে পু‌লিশ মরদেহটি উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। লা‌শের পাশ‌ থে‌কে এক‌টি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে থাকা পা‌টিকাবা‌ড়ি ক্যাম্প পু‌লি‌শের সহকারী উপ-প‌রিদর্শক(এসআই) শামসুল হক এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। নিহত আব্দুর রহমান একই ইউনিয়‌নের পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমা‌নের ছেলে। এক‌টি বিস্কুট কোম্পানীর প‌রি‌বেশক ছাড়াও স্থানীয় বাজা‌রে তার ফ‌টোক‌পির দোকান ছিল। তবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, তাহাজ‌মো‌ড় এলাকায় নিজ জ‌মির উপর এক‌টি টি‌নের ছাপড়া ঘ‌রে একাই থাক‌তেন উজ্জল। আজ সকা‌লে ঘুম থে‌কে উঠ‌তে দে‌রি কর‌লে প‌রিবা‌রের লোকজন তা‌কে ডাক‌তে গে‌লে জানালা দি‌য়ে ‌বিছানার উপর তার রক্তাক্ত মরদেহ দে‌খতে পাই। প‌রে স্থানীয়রা ঘ‌রের দরজা ভে‌ঙে ভেত‌রে ঢু‌কে পু‌লিশ‌কে খবর দেই। স্বজ‌নেরা জা‌নি‌য়ে‌ছেন, পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে পৈ‌ত্রিক বা‌ড়ি থে‌কে একটু দু‌রে‌ নিজ জ‌মি‌তেই টি‌নের ছাপড়া ঘ‌রে থাক‌তেন উজ্জল। প্রায় তিনমাস আগে ব‌নিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তান‌কে নি‌য়ে বাবার বা‌ড়ি চ‌লে গে‌ছে। এরপর থে‌কে ওই বা‌ড়ি‌তে উজ্জল একাই থাক‌তো। বেশ কিছু‌দিন ধ‌রে ম‌নি‌সিক ভা‌বেও ভে‌ঙে প‌ড়ে‌ছি‌লেন।পা‌টিকাবা‌ড়ি ক্যাম্প পু‌লি‌শের এসআই শামসুল হক ব‌লেন, মাথায় গু‌লি‌বিদ্ধ অবস্থায় লাশ‌টি বিছানার উপর ছিল। স্থানীয়রা দরজা ভে‌ঙে পু‌লি‌শ‌কে খবর দেই। লা‌শের পাশ থে‌কে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হ‌য়ে‌ছে। চিরকুট ও বি‌ভিন্ন বিষয় পর্যা‌লোচনা ক‌রে প্রাথ‌মিক ধারনা কর‌ছি আত্মহত্যা ক‌রে‌ছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম