| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ হোস্টেল থেকে শিক্ষার্থী বহিষ্কার: প্রতিবাদের জের!

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-06-2025 ইং
  • 21298 বার পঠিত
কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ হোস্টেল থেকে শিক্ষার্থী বহিষ্কার: প্রতিবাদের জের!
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ হোস্টেল থেকে শিক্ষার্থী বহিষ্কার: প্রতিবাদের জের!

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের হোস্টেলে দীর্ঘদিন ধরে চলমান নানা অনিয়ম ও শিক্ষার্থীদের উপর অন্যায় আচরণের প্রতিবাদ করায় অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী নাসরিন আক্তারকে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নাসরিন আক্তার ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী এবং হোস্টেলের একজন নিয়মিত আবাসিক শিক্ষার্থী ছিলেন। জানা যায়, হোস্টেলে খাবারের মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, এবং ছাত্রীর প্রতি অবমাননাকর আচরণের বিরুদ্ধে বারবার অভিযোগ জানিয়েছিলেন নাসরিন আক্তার। এসব বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং অভিযোগকারী শিক্ষার্থীকে 'বিদ্রোহী' আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে হোস্টেল কর্তৃপক্ষ।হোস্টেলের দায়িত্বে রয়েছেন হোস্টেল সুপার ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক নাসরিন আক্তার , সহকারী হোস্টেল সুপার হিসেবে রয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মিনহাজ উদ্দিন ও দর্শন বিভাগের আশরাফ আলী। অভিযোগ রয়েছে, তাঁরা কেউই ছাত্রীর ন্যায্য দাবি আমলে না নিয়ে উল্টো তাকে হোস্টেল ত্যাগের মৌখিক ও লিখিত নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। অনেকেই মনে করছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক ও ন্যায্য প্রতিবাদের এমন প্রতিক্রিয়া গণতান্ত্রিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে।শিক্ষার্থী নাসরিন আক্তার বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং হোস্টেলের সবার অধিকারের পক্ষে কথা বলেছি। কিন্তু আমাকে অন্যায়ভাবে শাস্তি পেতে হচ্ছে।”এ বিষয়ে হোস্টেল কর্তৃপক্ষ কিংবা কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শিক্ষার্থী ও অভিভাবকেরা দাবি করছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও নাসরিন আক্তারকে হয়রানি বন্ধ করে তার আবাসন ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি হোস্টেলে চলমান অনিয়ম ও দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে কলেজ কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম