নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ জুন) কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ভোট গণনা শেষে কাজল মজমাদারের প্রাপ্ত ভোটে পুনরায় গণনার পর ৪ ভোট বেড়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।সভাপতি পদের প্রার্থী কাজল মজমাদার অভিযোগ করেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রত্যক্ষ মদদে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। তিনি দাবি করেন, ভোটের প্রকৃত ফলাফল পরিবর্তনের মাধ্যমে তাকে হারানোর ষড়যন্ত্র চলছে। এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে কাজল মজমাদার তার সমর্থকদের নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং অবিলম্বে ভোট কারচুপির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভোট কারচুপির অভিযোগ ও পরিস্থিতি নিয়ে জেলা বিএনপির অভ্যন্তরে উত্তেজনা বিরাজ করছে।এদিকে দলীয় নেতাকর্মীদের একাংশও ঘটনার সুষ্ঠু তদন্ত ও পুনর্নির্বাচনের দাবি তুলেছে। বিষয়টি নিয়ে জেলা বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |