নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া জেলা পরিষদের আয়োজনে গড়াই নদীর বেড়িবাঁধে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষার জন্য নদীর তীরবর্তী অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নদীরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার প্রচেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে কুষ্টিয়া জেলা পরিষদের পার্ক সংলগ্ন গড়াই নদীর পাড়ে এই কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি নিজ হাতে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। পরিবেশ রক্ষা ও নগরায়ণের চাপে হারিয়ে যাওয়া সবুজ প্রকৃতি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের সবারই গাছ লাগানোর দায়িত্ব রয়েছে। একটি গাছ একদিকে যেমন পরিবেশ রক্ষা করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দেয়।” বৃক্ষরোপণ শেষে পুলিশ সুপার কুষ্টিয়া জেলা পরিষদের পার্ক পরিদর্শন করেন এবং পার্কের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষায় এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |