| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ধর্মীয় উৎসবের উজ্জ্বল দৃষ্টান্ত: শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-07-2025 ইং
  • 1475 বার পঠিত
কুষ্টিয়ায় ধর্মীয় উৎসবের উজ্জ্বল দৃষ্টান্ত: শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ধর্মীয় উৎসবের উজ্জ্বল দৃষ্টান্ত: শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। শনিবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।রথযাত্রাটি বড়বাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু হয়ে গোপীনাথ জিউর মন্দির পর্যন্ত গমন করে। সনাতন ধর্মাবলম্বীদের এই অন্যতম ধর্মীয় আয়োজনে অংশ নেন হাজারো ভক্তবৃন্দ। ছিল নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ। উৎসবের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং সামাজিক সংগঠনের সহযোগিতায় সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। রথযাত্রা উদযাপন কমিটির নেতৃত্বে ছিলেন সভাপতি বিজন কর্মকার। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুভাষচন্দ্র রায়, প্রবীর কর্মকার, এবং খোকন সাহা। তাঁরা বলেন, “প্রতিবছরের মতো এবারও সবার সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।” অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীত পরিবেশন এবং ভক্তিগীতি উপস্থাপন ছিল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। এই ধর্মীয় আয়োজন কুষ্টিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতির আরেকটি অনন্য নিদর্শন হয়ে রইলো।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম