কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “জুলাইয়ের মায়েরা” প্রদর্শনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন। শনিবার (২ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের অবদান ও নারীদের আত্মত্যাগ আমাদের জাতির ইতিহাসে অমূল্য। ‘জুলাইয়ের মায়েরা’ চলচ্চিত্রটি আমাদের সেই সংগ্রামী নারীদের কথা স্মরণ করিয়ে দেয়।” চলচ্চিত্র প্রদর্শন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ভূমিকা শুধুমাত্র গৃহকোণেই সীমাবদ্ধ ছিল না, বরং তাঁদের সক্রিয় অংশগ্রহণ মুক্তিযুদ্ধকে এক অন্য মাত্রা দিয়েছে। এই ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। অনুষ্ঠানে কুষ্টিয়ার বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চলচ্চিত্র প্রদর্শনী শেষে দর্শকদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকে জানান, এ ধরনের অনুষ্ঠান নিয়মিত হলে তরুণ সমাজ ইতিহাস সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবে। অনুষ্ঠানটি সমন্বয় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। সহযোগিতায় ছিল জেলা তথ্য অফিস, কুষ্টিয়া ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |