| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-08-2025 ইং
  • 10516 বার পঠিত
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধি মোঃ মুনজুরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (১৯ আগস্ট) সকাল ১১ টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে জনগণের পাশে থেকে কাজ করে আসছে। তিনি স্বেচ্ছাসেবক দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদসহ জেলার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও স্বেচ্ছাসেবক দল গণতন্ত্রের প্রহরী হিসেবে কাজ করে যাবে। র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন দেশের গণতান্ত্রিক আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। তাই এ দিনটি স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীর কাছে গৌরবের ও অনুপ্রেরণার। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম