| বঙ্গাব্দ
ad728
ad728

সংবাদকর্মী হত্যার ঘটনায় কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-08-2025 ইং
  • 16840 বার পঠিত
সংবাদকর্মী হত্যার ঘটনায় কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ছবির ক্যাপশন: সংবাদকর্মী হত্যার ঘটনায় কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসী হামলায় হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।বক্তারা বলেন, চাঁদাবাজির সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে নির্মমভাবে মারধর ও জবাই করে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়বিচারের চরম লঙ্ঘন। সত্য প্রকাশের অপরাধে প্রাণ দিতে হবে—এটি কোনো সভ্য সমাজে কল্পনাতীত। মানববন্ধনে সাংবাদিক নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংসতার সাহস না পায়। একইসঙ্গে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো এবং সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে। এজন্য সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম