কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর সন্ন্যাসীতলা থেকে গোস্বামী দুর্গাপুর স্কুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। এক বছর আগে এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও তা এখনও শেষ হয়নি। ফলে বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে এবং শুকনো মৌসুমে ধুলার কারণে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলার একটি নিভৃত পল্লী। এ ইউনিয়নের আয়তন ৫,৫৪৪.৩৭ বর্গ কিলোমিটার। এর উত্তরে পাটিকাবাড়ী, দক্ষিণে মনোহরদিয়া ইউনিয়ন, পূর্বে ঝাউদিয়া ইউনিয়ন এবং পশ্চিমে আলমডাঙ্গা উপজেলা অবস্থিত। স্থানীয়রা অভিযোগ করে বলেন, অসমাপ্ত রাস্তার কারণে শিক্ষার্থীরা স্কুলে যেতে সমস্যার মুখোমুখি হচ্ছে, রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না এবং কৃষিপণ্য পরিবহণে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। রিকশা ও ভ্যানচালকরা জানান, সড়কের গর্তে চাকা আটকে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষায় এ পথ ব্যবহার করা একপ্রকার দুঃসাহসিক কাজ। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই সড়কের সংস্কার কাজ শেষ করে তাদের দুর্ভোগ লাঘব করা হোক। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা জানান, বরাদ্দ সংকট এবং ঠিকাদারি জটিলতার কারণে কাজ বিলম্বিত হয়েছে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের একজন জনপ্রতিনিধি জানান, সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বারবার তাগাদা দেওয়া হয়েছে, তবে কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি। এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা—দ্রুত এবং মানসম্মতভাবে সড়কটি সংস্কার করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা। দ্রুত সড়ক সংস্কার কাজ সম্পন্ন করে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |