কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
জাতীয়তাবাদী ছাত্রদলের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের হলরুমে জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক কামরুল হক লিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি তৌফিক হাসান পাপ্পু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি মুক্তারুল ইসলাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান লালন। এছাড়াও সাবেক ছাত্রনেতা এম জেড সাঈদী সাগর, আসাদুজ্জামান বকুল, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম মনির টুটুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।আলোচনা সভা ও পুনর্মিলনীর সার্বিক পরিচালনা করেন জাতীয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুল হক। কুষ্টিয়া জেলা ছাত্রদল আহ্বায়ক শ্যামলী সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক ছাত্রনেতা অংশগ্রহণ করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা কামরুল হক লিপু শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “শুধুমাত্র ছাত্রদলের নাম লেখালেই হবে না। দেশ ও জাতির জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যেমনটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এবং সাম্প্রতিক ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তৌফিক হাসান পাপ্পু নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে উদ্দেশ্য করে বলেছেন, “বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়”—কথায় নয়, কাজের মাধ্যমেই নেতৃত্বের সঠিক পরিচয় দিতে হবে। ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনের আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস বুকে ধারণ করে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবনির্বাচিত কমিটির নেতাদের সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করার আহ্বান জানান। তিনি বলেন, দল ও দেশের প্রয়োজনে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে আদর্শিকভাবে দৃঢ় থাকতে হবে। আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ছাত্রসমাজকে সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ লড়াই জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। সর্বজনীন, গণমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে এবং শিক্ষাক্ষেত্রে সকল চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধে বাংলাদেশকে যুক্ত করার ষড়যন্ত্রসহ দেশ-জাতির স্বার্থবিরোধী সব অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত নবনির্বাচিত নেতারা সংগঠনের প্রতি আনুগত্য প্রকাশ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |