| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিএনপি'র পদ বঞ্চিত ত্যাগী নেতাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-08-2025 ইং
  • 6342 বার পঠিত
কুষ্টিয়ায় বিএনপি'র পদ বঞ্চিত ত্যাগী নেতাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিএনপি'র পদ বঞ্চিত ত্যাগী নেতাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় বিএনপি'র পদ বঞ্চিত ত্যাগী নেতাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এন এস রোড প্রদক্ষিণ শেষে বড়বাজার রেলগেটে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, জেলা জাসাসের সভাপতি ইমরান আহমেদ সুমন, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শিপনসহ মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক ত্যাগী নেতাকর্মী। জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হলেও তারা এখনো দায়িত্বে বহাল রয়েছেন। তিনি অভিযোগ করেন, আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন স্বজনপ্রীতির মাধ্যমে নিষ্ক্রিয় ও আপসকামীদের দিয়ে কমিটি গঠন করছেন, যেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়া হয়েছে। এমনকি কোথাও ভোট ছাড়াই কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, “কুষ্টিয়া শহর বিএনপির সম্মেলনে কারচুপি, পরিত্যক্ত ব্যালট উদ্ধার, গঠনতন্ত্র বিরোধী কমিটি গঠন প্রমাণ করে বর্তমান আহ্বায়ক কমিটি ব্যর্থ। এমনকি কুমারখালীর একটি ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তিকে সহ-সভাপতি করা হয়েছে এবং জাসদের সাধারণ সম্পাদককে বিএনপির ইউনিয়ন সভাপতি করা হয়েছে। সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু বলেন, কমিটি গঠনে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের বাদ দিয়ে নিষ্ক্রিয়দের পদায়ন করা হয়েছে, যা দলের নেতৃত্ব ও ঐক্য নষ্ট করছে। তিনি অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আহ্বান জানান।বশিরুল আলম চাঁদ অভিযোগ করে বলেন, মেয়াদোত্তীর্ণ এই আহ্বায়ক কমিটি দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমকে জিম্মি করে রেখেছে। এতে সাংগঠনিক কার্যক্রম ভীষণভাবে ব্যাহত হচ্ছে। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানান। নেতারা একযোগে বলেন, বর্তমান আহ্বায়ক কমিটির কারণে দলে বিভক্তি সৃষ্টি হয়েছে এবং এটি পরবর্তী জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত নতুন কমিটি গঠন করে ত্যাগী ও যোগ্য নেতাদের দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা। সমাবেশ শেষে নেতারা ঘোষণা দেন, কুষ্টিয়ায় বিএনপিকে রক্ষার স্বার্থে তাদের আন্দোলন চলমান থাকবে এবং ত্যাগী কর্মীদের নিয়ে নতুন নেতৃত্ব গঠনে তারা অটল থাকবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম