| বঙ্গাব্দ
ad728
ad728

অবশেষে বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী আনুশকা না অন্য কেউ?

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-01-2025 ইং
  • 40838 বার পঠিত
অবশেষে বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী আনুশকা না অন্য কেউ?
ছবির ক্যাপশন: দক্ষিণী সুপারস্টার প্রভাস

অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী এই তারকা। গত বেশ কয়েক বছর ধরে প্রভাসকে নিয়ে নানা রকমের গুঞ্জন রটেছে। কোনো গুঞ্জনেই পালে হাওয়া মেলেনি। তবুও পছন্দের অভিনেতাকে বরের বেশে দেখতে বহুদিন ধরে অপেক্ষা করছেন অনুরাগীরা। অবশেষে তাদের সেই ইচ্ছাই এবার নাকি পূরণ হতে চলেছে।বাহুবলী’ ছবির সময় থেকে আনুশকা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। এমনও শোনা গিয়েছিল, আনুশকাকেই নাকি বিয়ে করবেন তিনি।  তবে এবার শোনা যাচ্ছে অন্য এক পাত্রীর কথা। এক সাক্ষাৎকারে অভিনেতা রামচরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত। দক্ষিণী তারকা জানিয়েছেন, খুব শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে।এরপরেই জল্পনা বাড়িয়ে দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিশ্লেষক মনোবালা বিজয়বালান। এক্স হ্যান্ডলে তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন প্রভাস অনুরাগীরা। উচ্ছ্বসিত হয়ে তারা পাত্রী সম্পর্কে জানতে চান। কেউ কেউ আবার আনুশকা শেট্টিকেই পাত্রী হিসাবে দেখতে চাইছেন। যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, প্রভাসের বিয়ে জল্পনা নাকি স্রেফ গুঞ্জন। পরবর্তী সিনেমার প্রমোশন হিসেবেই হয়তো বিয়ের কৌশল বেছে নিচ্ছেন এই তারকা। বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত মুখ কুলুপ এঁটেছেন প্রভাস। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম