| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার মিরপুরে ভূমি অফিসারের অবহেলায় ভুক্তভোগীর আদালতের শরণাপন্ন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-08-2025 ইং
  • 5664 বার পঠিত
কুষ্টিয়ার মিরপুরে ভূমি অফিসারের অবহেলায় ভুক্তভোগীর আদালতের শরণাপন্ন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার মিরপুরে ভূমি অফিসারের অবহেলায় ভুক্তভোগীর আদালতের শরণাপন্ন

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়ার মিরপুরে ভূমি অফিসারের অবহেলার শিকার হয়েছেন তালবাড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের এক ভুক্তভোগী পরিবার। অভিযোগ উঠেছে, সঠিক তদন্ত ছাড়া জমি খারিজের সিদ্ধান্ত নেওয়ায় শরিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মিরপুর উপজেলা ভূমি অফিসারের সঙ্গে কথা বললে তিনি জানান, জমি খারিজের পূর্বে তালবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তালবাড়িয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তার দাবি, এ বিষয়ে তাকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি। এ থেকেই স্পষ্ট হয় যে, যথাযথ তদন্ত ছাড়াই সাতজন শরিকের মধ্যে মাত্র একজনের নামে ২২ শতাংশ জমি খারিজ করা হয়েছে। এতে বাকি শরিকরা বঞ্চিত হয়ে পড়েন। শরিকদের পক্ষ থেকে উপজেলা ভূমি অফিসারকে বিষয়টি জানালেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, জমি খারিজের আগে সঠিকভাবে তদন্ত করা হলে তাদের হয়রানি পোহাতে হতো না। বিচার না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছেন। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা মিরপুর ভূমি অফিসারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ভুক্তভোগীর ওপরই দোষ চাপান। কিন্তু সচেতন মহলের মতে, ভূমি অফিসার যদি সঠিক পরামর্শ দিতেন তবে শরিকদের মধ্যে সুষ্ঠু বণ্টন সম্পন্ন হতো এবং এ ধরনের ঝামেলার সৃষ্টি হতো না।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা ভূমি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম