| বঙ্গাব্দ
ad728
ad728

সেই গোলাম রব্বানী ফিরছেন বাফুফেতে

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-12-2024 ইং
  • 44695 বার পঠিত
সেই গোলাম রব্বানী ফিরছেন বাফুফেতে
ছবির ক্যাপশন: গোলাম রব্বানী

বাফুফের চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন গত বছরের মে মাসে। যাওয়ার সময় সরাসরি না হলেও পরোক্ষে বাফুফের বিরুদ্ধে অভিযোগ আনেন অনেক। কাজের স্বাধীনতা নেই বলেছিলেন। সেই গোলাম রব্বানী আবারও ফিরতে পারেন বাফুফেতে।

তবে আগে যেমন ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, এখন আর সেই দায়িত্বে নয়। নতুন ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে। বাফুফের ডেভেলপমেন্ট কমিটি তাদের অধীন পরিচালিত এলিট একাডেমির প্রধান কোচ করতে চায় বাংলাদেশের নারী ফুটবলের সফল এই কোচকে। গোলাম রব্বানীকে কোচ করা প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির প্রধান নাসের শাহরিয়ার জাহেদী আজ প্রথম আলোকে বলেন,  ‘এলিট একাডেমির প্রধান কোচ হিসেবে আমরা গোলাম রব্বানীকে ভেবেছি। তাঁর সঙ্গে কথাও হয়েছে। তিনি সম্মত আছেন। এখন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় বিষয়টা নিয়ে আলোচনা হবে। ডেভেলপমেন্ট কমিটি পাস করে দিলে আনুষ্ঠানিক ঘোষণা হবে। সব ঠিক থাকলে গোলাম রবাবানীকে আমরা জানুয়ারির মাঝামাঝি যোগ দিতে বলেছি।’এ ব্যাপারে জানতে গোলাম রব্বানীকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ২০২২ সালে কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার সিনিয়র বিভাগে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে গোলাম রব্বানীর অধীনে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম