| বঙ্গাব্দ
ad728
ad728

এই বোসিস্টোকে কি চিনতে পারছেন সৌম্য–তাসকিন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 01-01-2025 ইং
  • 1661 বার পঠিত
এই বোসিস্টোকে কি চিনতে পারছেন সৌম্য–তাসকিন
ছবির ক্যাপশন: উইলিয়াম বোসিস্টো

উইলিয়াম বোসিস্টোকে কি এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তাসকিন আহমেদরা চিনতে পেরেছেন? খুলনার হয়ে বিপিএলে গতকাল ৭৫* রানের ইনিংস খেলা এই ক্রিকেটারকে অবশ্য ভুলে গেলেও অবাক হওয়ার সুযোগ নেই। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের ক্যারিয়ার যে থমকেই ছিল বছরের পর বছর ধরে। আর ১৩ বছর আগে ঘটে যাওয়া ঘটনা কজনই বা মনে রাখে।

গভীরভাবে নিয়মিত ক্রিকেটের খোঁজখবর না রাখলে এই ক্রিকেটারকে সাধারণ কোনো সমর্থকেরও চেনার কথা নয়। জানার কথা নয় এই বোসিস্টোর সঙ্গে সৌম্য, লিটন দাস, তাসকিন, এনামুল, নুরুল হাসানদের বাজে স্মৃতিও আছে!

২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা। সেই বিশ্বকাপে স্বাগতিক অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়াম বোসিস্টো। বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইনিংসের ১২তম ওভারে সৌম্য সরকারের বলে ব্যাট করছিলেন বোসিস্টো। ওভারের পঞ্চম বলে নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান জিমি পিয়ারসনকে মানকাডিং করেন সৌম্য। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার রান তখন ৩ উইকেটে ৩৩। এমন পরিস্থিতিতে বাংলাদেশ অধিনায়ক এনামুল হককে মানকাডিং আপিল তুলে নেওয়ার অনুরোধ করেন বোসিস্টো। এনামুল সেই অনুরোধ রাখেননি। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিততে পারেনি। ১০০ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পরও অপরাজিত ৭১ রান করে বাংলাদেশকে হারিয়ে দেন এই বোসিস্টো। সেই বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়া হেরে গেলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠে বোসিস্টোরই হাতে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম