| বঙ্গাব্দ
ad728
ad728

বছরজুড়ে সিনেপ্লেক্সে দেশ-বিদেশের ৮২ সিনেমা, সেরা ১০–এর তালিকায় কী কী

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 02-01-2025 ইং
  • 4861 বার পঠিত
বছরজুড়ে সিনেপ্লেক্সে দেশ-বিদেশের ৮২ সিনেমা, সেরা ১০–এর তালিকায় কী কী
ছবির ক্যাপশন: ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা

২০ বছরের বেশি সময় ধরে দেশে স্টার সিনেপ্লেক্স দেশ-বিদেশের সিনেমা প্রদর্শন করে আসছে। সিনেমাপ্রেমীদের কাছেও ধীরে ধীরে সিনেপ্লেক্স পছন্দের প্রেক্ষাগৃহ হয়ে উঠেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মিলিয়ে গত দুই দশকে ১৯টি স্ক্রিন নিয়ে পরিচালিত হচ্ছে স্টার সিনেপ্লেক্স। ২০২৪ সালে সিনেপ্লেক্স দেশ–বিদেশের বিভিন্ন ভাষার ৮২টি চলচ্চিত্র প্রদর্শন করেছে। বছর শেষে প্রতিষ্ঠানটি জানাল ব্যবসায়িক দিক থেকে এগিয়ে থাকা ১০ ছবির নাম। হলিউড, বলিউডকে ছাপিয়ে এ তালিকায় ১ নম্বরে আছে ঢালিউডের ‘তুফান’।একটা সময় স্টার সিনেপ্লেক্সে হলিউড সিনেমায় আগ্রহ ছিল সিনেমাপ্রেমীদের। কয়েক বছর ধরে সেই আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। দর্শকের এখন দেশি সিনেমায় আগ্রহ বেশি, ব্যবসায়িক দিক থেকেও সফলতা পাচ্ছে তারা। ২০২৪ সাল শেষ হতেই স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, বছরটায় দর্শকের আগ্রহ ও ব্যবসায়িক দিক থেকে হলিউড-বলিউডের ছবিকে ছাপিয়ে গেছে শাকিব খানের ‘তুফান’। স্টার সিনেপ্লেক্স থেকে প্রকাশিত তালিকায় দেখা গেছে, দ্বিতীয় স্থানে আছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম