কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৭৫ বতোল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০১ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ৮ টা ৪৫ মিনিটের সময় "কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন টলটলি পাড়া গ্রামের জনৈক মোঃ চঞ্চল এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর" একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল, ০১টি মোবাইল, ০১টি সিম এবং নগদ ২২০০/- টাকা সহ, যাহার আনুমানিক মূল্য ২,২৫,০০০/- টাকা সহ ০১ জন আসামি মোঃ আব্দুস সামাদ (৩৫) পিতা-মোঃ জামিরুল ইসলাম, সাং-চর দিয়াড়, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া'কে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত আসামির নামে ০১টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।