| বঙ্গাব্দ
ad728
ad728

টঙ্গীর ইজতেমা মাঠে প্রস্তুতি চলছে, আসতে শুরু করেছেন মুসল্লিরা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 28-01-2025 ইং
  • 34702 বার পঠিত
টঙ্গীর ইজতেমা মাঠে প্রস্তুতি চলছে, আসতে শুরু করেছেন মুসল্লিরা
ছবির ক্যাপশন: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে গাট্টিবোঁচকা নিয়ে ইজতেমা মাঠের নির্ধারিত জায়গায় (খিত্তা) প্রবেশ করেন মুসল্লিরা

প্রথম পর্বের ‘বিশ্ব ইজতেমা’ উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে জড়ো হতে শুরু করেছেন মুসল্লিরা। আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়ে রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। একে ঘিরে আজ মঙ্গলবার সকাল থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিদের আনাগোনা দেখা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে দেখা যায়, এরই মধ্যে প্রস্তুত হয়েছে মাঠের বেশির ভাগ অংশ। পোঁতা হয়েছে বাঁশের খুঁটি। টানানো হয়েছে চটের শামিয়ানা। সেখানে জমায়েত হচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা। গাট্টিবোঁচকা নিয়ে মাঠের নির্ধারিত জায়গায় (খিত্তা) আপাতত অবস্থান করছেন তাঁরা। নোয়াখালী থেকে আসা একদল মুসল্লিদের সঙ্গে ময়দানের মাঝামাঝি স্থানে দেখা হয় এই প্রতিবেদকের। তাঁরা মাঠে প্রবেশ করে নিজেদের জায়গা তৈরি করছিলেন। এর মধ্যেই কথা হয় দলটির এক সদস্যের সঙ্গে। আবদুল্লাহ নামের ওই ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবছর ইজতেমা শুরুর দুই থেকে তিন দিন আগেই চলে আসি। আগে না এলে ঠিকঠাক জায়গা পাওয়া যায় না। এ ছাড়া মাঠ প্রস্তুতির কাজও করতে হয়।’ তাঁদের সঙ্গে কথা বলতে বলতেই মাঠের বিভিন্ন ফটক দিয়ে অল্পসংখ্যক মুসল্লিদের প্রবেশ করতে দেখা যায়।

তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমার তারিখ আলাদাভাবে ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম পর্বে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মাওলানা জোবায়েরের অনুসারী এবং দ্বিতীয় পর্বে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা পালনের কথা। কিন্তু এর মধ্যেই গত ১৭ ডিসেম্বর মধ্যরাতে ইজতেমা মাঠে জোড় পালনকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন মুসল্লি নিহত হন। মাওলানা জোবায়ের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান প্রথম আলোকে বলেন, ‘ইজতেমা উপলক্ষে আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষ। এখন বিভিন্ন জেলার জিম্মাদারেরা মাঠে প্রবেশ করছেন। তাঁরা মাঠের বিভিন্ন জিনিস ঠিকঠাক করবেন। আর আগামীকাল বুধবার সকাল থেকে মুসল্লিরা পুরোদমে মাঠে প্রবেশ করবেন।’

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম