| বঙ্গাব্দ
ad728
ad728

মুচলেকা ভেঙে চালু রাখায় ৬ ইটভাটাকে জরিমানা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-02-2025 ইং
  • 31761 বার পঠিত
মুচলেকা ভেঙে চালু রাখায় ৬ ইটভাটাকে জরিমানা
ছবির ক্যাপশন: অবৈধ ইটভাটা

গত ৪ ডিসেম্বর অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর ইউনিয়নে যায় তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের ৬০ সদস্যের দল। পথে ভোমরার মোড়ে তারা ভাটার মালিক- শ্রমিকদের বাধার মুখে পড়েন। সেখানে প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভাটা মালিক ‘পরবর্তী বছর থেকে অবৈধভাবে ভাটা চালাবেন না’ মর্মে মুচলেকা দিলে চলে আসে প্রশাসন। তবে মুচলেকা দিয়েও বন্ধ হয়নি অবৈধ ইটভাটা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওই এলাকায় অভিযান চালিয়ে ছয় ইটভাটা মালিককে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এদিন সাড়ে ১১ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চরসাদিপুর ইউনিয়নে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং বৈধ লাইসেন্স না থাকায় কেআরবি, এনএসবি, এমএমসি, ভিআইপি ও পদ্মা ব্রিকসকে ৭০ হাজার করে তিন লাখ ৫০ হাজার টাকা এবং এমডিবি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিষিদ্ধ ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়। জানা যায়, পূর্বে প্রশাসনকে বাধা দেওয়ার ঘটনায় ১১ ডিসেম্বর ১০ ভাটা মালিকের নামে কুষ্টিয়া পরিবেশ আদালতে ১০টি মামলা করে পরিবেশ অধিদপ্তর। স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর তীর ঘেঁষে ২২ বর্গমাইল আয়তনের চরসাদিপুর ইউনিয়নে প্রায় ৩০ হাজার মানুষের বাস। আইন অমান্য করে এ ইউনিয়নের ফসলি জমিতে গড়ে উঠেছে ৩৩ টি অবৈধ ইটভাটা। ইউএনও এস এম মিকাইল ইসলাম জানান, নিষিদ্ধ ড্রাম চিমনি গুঁড়িয়ে দিয়ে ছয় ভাটা মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পর‌্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে। পূর্বের ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম