| বঙ্গাব্দ
ad728
ad728

বাক্প্রতিবন্ধী নারীকে হত্যার বিচারের দাবিতে দৌলতপুরে বিক্ষোভ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-02-2025 ইং
  • 28086 বার পঠিত
বাক্প্রতিবন্ধী নারীকে হত্যার বিচারের দাবিতে দৌলতপুরে বিক্ষোভ
ছবির ক্যাপশন: বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে জাহানারা বেগম (৪৫) নামের এক বাক্প্রতিবন্ধী নারীকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানার সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ঘেরাও করে কর্মসূচি পালন করেন নিহত জাহানারার গ্রামের মানুষ। বিক্ষোভ চলাকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ খুনিদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। বিষয়ে পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। গত শনিবার সকালে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দাড়েরপাড়া এলাকায় গোরস্তানের পাশে থাকা একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় জাহানারার লাশ উদ্ধার করে পুলিশ। জাহানারা ওই ইউনিয়নের দৌলতখালী এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে। ওসি নাজমুল হুদা আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ বলেন, ‘জাহানারা বেগম হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আমরা তাঁদের আশ্বস্ত করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম