কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউপির রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড এস.এস.সি ভোকেশনালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জাতীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটার দিকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খোকন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ও জয়নাল আবেদীন প্রধান, উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আব্দুল মজিদ। এতে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল মজিদ। এসময় বক্তারা বলেন, আমাদের দৈনন্দিন জীবনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য এবং মনকে ভালো রাখতে হলে শত ব্যস্ততার মাঝেও খেলার সময় বের করে নিতে হবে। এতে মেধার বিকাশ ঘটে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাগণ এবং অভিভাবকদের উপস্থিতিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর এই বিশেষ দিনটিকে করে তোলে আরও বেশি আনন্দমুখর।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |