নিজস্ব প্রতিনিধি:
বিএনপি বিগত ১৮ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই দীর্ঘ সংগ্রামে দেশের লক্ষ লক্ষ নেতাকর্মী কারাবরণ করেছেন, শত শত নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আর হাজার হাজার মানুষ নির্যাতিত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। অবশেষে জননেতা তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ২০২৫ সালের ৫ আগস্ট, দেশের দীর্ঘকালীন স্বৈরশাসকের পতন ঘটে। দেশব্যাপী গণতন্ত্রের সেই বিজয় বাস্তব রূপ পেলেও, কুষ্টিয়া জেলায় সে স্বপ্ন এখনও অধরা রয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সম্প্রতি ২৭ জুন কুষ্টিয়া পৌর বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদা তৈরি হলেও, ভোটাধিকার প্রয়োগের সেই আশাকে ম্লান করে দেয় "ভোট চুরি"–এর অভিযোগ। নেতাকর্মীদের অভিযোগ, কুষ্টিয়ার বর্তমান বিএনপি নেতৃত্ব—বিশেষ করে কুতুব ও জাকির—জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে বরং স্বৈরাচারী কায়দায় নেতৃত্ব দখল করেছেন। এই অবস্থাকে ‘নব-ফ্যাসিবাদ’ আখ্যা দিয়ে নেতাকর্মীরা বলেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের দ্বারা বিএনপির লক্ষ্য অর্জন সম্ভব নয়। একজন সিনিয়র নেতাকর্মী বলেন, "ব্যক্তি থেকে গোষ্ঠী বড়, আর গোষ্ঠীর থেকেও বড় দল। তাই দলের বৃহত্তর স্বার্থে কুতুব-জাকির গংদের সরিয়ে কুষ্টিয়া জেলা বিএনপিকে কলঙ্কমুক্ত করতে হবে।" নেতাকর্মীরা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "দয়া করে কুষ্টিয়ার এই স্বৈরাচারী চক্র থেকে আমাদের দলকে রক্ষা করুন এবং এমন নতুন নেতৃত্ব দিন যারা দলের নয়, জনগণের সেবক হবে।" কুষ্টিয়ার বিএনপির ভেতরে চলমান এই মতবিরোধ দলীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে তৃণমূল নেতাকর্মীদের এই আহ্বান বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এক গুরুতর বার্তা পৌঁছে দিয়েছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |