কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া কোট চত্বরে সকাল সাড়ে ৯ টাকা থেকে সাড়ে ৩ টাকা পযন্ত একটানা ভোট গ্রহণ চলে। রাত সাড়ে ১০ টার সময় বেসরকারি বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে সিনিয়র আইনজীবি এ্যাডঃ হারুন উর রশিদ ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এ্যাডঃ মোঃ সোহেল খালিদ ১০৮ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাডঃ মোঃ ফখরুল আজম মৃধা ১৭৯ ভোট পেয়ে সিনিয়র-সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী এ্যাডঃ আব্দুর রহমান ১২৮ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। সহ-সভাপতি মোঃ মাহমুদুল হক চঞ্চল - ১৫২ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী মোঃ নিজাম উদ্দিন (২) - ১১৪ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ এস এম শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এ্যাডঃ খ ম আরিফুল ইসলাম রিপন ১৬৭ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ নাজমুন নাহার ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এ্যাডঃ আব্দুস সাত্তার শাহেদ ৯৯ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন। উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |