| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় গার্ডেনিয়া জীবন বীমা কোম্পানির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-03-2025 ইং
  • 20270 বার পঠিত
কুষ্টিয়ায় গার্ডেনিয়া জীবন বীমা কোম্পানির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: গার্ডেনিয়া জীবন বীমা কোম্পানির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম 

কুষ্টিয়ায় গার্ডেনিয়া জীবন বীমা কোম্পানির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার (৯ মার্চ) সন্ধার সময় কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় গার্ডেনিয়া অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান আরবিডিএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তসলিমা শিল্পী (ডিআরএম) ডেপুটি রেজোনাল ম্যানেজার গার্ডেনিয়া লাইফ ইন্সুরেন্স। এমদাদুল হক মিলন - ব্রাঞ্চ ম্যানেজার গার্ডেনিয়া লাইফ ইন্সুরেন্স।  তোফাইল আহমেদ এরিয়া ম্যানেজার। মর্জিনা খাতুন এরিয়া ম্যানেজার। আক্তার বানু জলি ইউনিট ম্যানেজার। সেলিম রেজা  এরিয়া ম্যানেজার। ইব্রাহিম খলিলুল্লাহ  এরিয়া ম্যানেজার। শাহ আলম ব্রাঞ্চ ম্যানেজার। রুমান আক্তার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট। মরিয়ম ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, হোসনে আরা জামান- ইউনিট ম্যানেজার। বিশেষ অতীত হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক দৈনিক কালের কন্ঠ - তরিকুল হক তারিক, নারী উদ্যোক্তা - সাবিনা শারমিন। কালচারাল অফিসার - সুজন রহমান। সংগীত শিল্পী - রোকসানা সুজন। নাট্যশিল্পী - আতিক হাসান। নুপুর থিয়েটারের সহ-সভাপতি - তৌফিক ডলার। কুষ্টিয়া ঐক্যজোটের সহ-সভাপতি - সোহান হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন গার্ডেনে লাইফ ইন্সুরেন্স এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দু।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম