| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি অদম্য ২১ ব্যাচ ইফতার মাহফিলে সংবর্ধীতহলেন রুপালী খাতুন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-03-2025 ইং
  • 19101 বার পঠিত
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি অদম্য ২১ ব্যাচ ইফতার মাহফিলে সংবর্ধীতহলেন রুপালী খাতুন
ছবির ক্যাপশন: অদম্য ২১ ব্যাচ ইফতার মাহফিলে সংবর্ধীতহলেন রুপালী খাতুন

কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম 

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি অদম্য ২১ ব্যাচের আয়োজনে বুধবার (১২ মার্চ ) সন্ধ্যায় কুষ্টিয়ার আর এ খান চৌধুরী  রোড়ে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা দায়রাজজ আদালতের জিপি মোঃ মাহাতাব উদ্দিন, পিপি খন্দকার সিরাজুল ইসলাম, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির  সভাপতি  অ্যাডভোকেট মোঃ  হারুনর রশীদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম  শাতিল মাহামুদ। অ্যাডভোকেট রুপালি খাতুন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মনোনীত হওয়ায় রুপালী খাতুনকে সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত কুষ্টিয়া আইনজীবি সমিতির বিজ্ঞ আইনজীবি বৃন্দু, রুপালি খাতুন কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে সেই সম্পর্কে কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, এস এম শাতিল মাহমুদ বলেন রুপালী  কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া ইউনিয়নের মেয়ে আমার বাড়ীও কুমারখালীতে আমি জানি এদের পরিবার বিএনপি'র রাজনীতি করে, যে বা যাহারা তাদের স্বার্থের কারণে ফ্যাসিস বলতেছে রুপালী কে এটা কে আমি নিন্দা ও প্রতিবাদ জানাই। অন্যান্য বিজ্ঞ আইনজীবীরা বলেন,  রুপালি খাতুন কোন দলের না।কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না, আমাদের জানা মতে আওয়ামীলীগ সরকারের শাসন আমলে ২০১৫ সালে রুপালি খাতুনের ছোট ভাই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনে গুম হয়েছিল আজও নিখোঁজ। তার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও রুপালী সব সময় তার আইন পেশার পাশাপাশি ক্রীড়া জগৎ নিয়ে ব্যাস্ত থাকে, কখনও কোন রাজনীতির  সাথে জড়িত না রুপালী খাতুন। আইন পেশার মাধ্যমে দেশ ও দশের খেদমতে নিবেদিত প্রাণ অ্যাডভোকেট রূপালী খাতুন আমাদের গর্ভ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম