কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় খন্দকার আমিনুল হক বাদশা সড়ক ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে 'ল' কলেজের হলরুমে বন্ধনের আয়োজনে ২১রমজানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কোর্টপাড়ার খন্দকার আমিনুল হক বাদশা সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ সেলিম উদ্দিন ও সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ আজিজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মজমাদার, শহর যুবদলের আহবায়ক ও একটু পাশে দাঁড়াই সামাজিক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন। এন এস রোড দোকান মালিক কল্যান সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী ও কোষাধ্যক্ষ হাসান আলী, হাই কোয়ালিটি প্রেসের স্বত্বাধিকারী আবুল কাশেম, খন্দকার আমিনুল হক বাদশা সড়ক ব্যবসায়ী সমিতির সহ সভাপতি খন্দকার রেজাউল হক ও আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক মিথুন, সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন। এদিকে শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। নতুন একটি বাংলাদেশ পেয়েছি আমরা। সেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। আমাদের সতর্কতা যেমন জরুরি তেমনি আমদের সুদৃঢ় ঐক্য আরোও জরুরি। আমরা সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে চাই। আমাদের রাজপথে আন্দোলন সংগ্রামে সহযোগিদের ভুলে গেলে চলবে না তাদের নিয়ে এগিয়ে যেতে হবে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |