কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
"স্বাস্থ্যই সকল সুখের মূল" পিওর মানে বিশুদ্ধতা, পিওর মানে আস্থার প্রতীক, পিওর মানে আমাদের কুষ্টিয়া এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস সেন্টারের শুভ উদ্বোধন হলো। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় সুফিয়া টাওয়ার, ৫১রামচন্দ্র রায় চৌধুরী সড়ক কোটপাড়া, কুষ্টিয়ায় নিজস্ব ভবনে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস সেন্টারের চেয়ারম্যান বশির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর খন্দকার মোঃ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার রতন কুমার পাল, ডাক্তার গোলাম রহমান, ডাক্তার আবু সায়েম, ডাক্তার হুমায়ুন কবির সুমন, ডাক্তার হাফসা আক্তার, ডাক্তার জান্নাতুল ফেরদৌস উসা। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আরাফাত জামান (তপন) জেনারেল সেক্রেটারি বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ ইমদাদ হোসেন সান আপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কুষ্টিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে আগত বক্তারা পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস সেন্টারের উত্তর উত্তর সাফল্য কামনা করেন। বক্তারা বক্তব্য প্রদানের সময় বলেন সকল প্রশংসা "আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার" যিনি আমাদের সকলকে এক মঞ্চে একত্রিত করেছেন। সন্মানিত চিকিৎসক বৃন্দ এবং চিকিৎসা পরিসেবায় জড়িত পেশাজীবি সকল কলা কুশলী গন আপনারা - আপনাদের মূল্যবান সময় ব্যায় করে আজ এই গুরুত্বপূর্ণ শুভ উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পিওর পরিবার কে যে সন্মান প্রদর্শন করেছেন - পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস সামনের দিনগুলোতে শ্রদ্ধাভরে আপনাদের মনে রাখবে। পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস রাষ্ট্রীয় এবং সামাজিক অবকাঠামোর চিকিৎসা পরিসেবায় কিছু ভূমিকা রাখতে চাই। আর এই মহতি উদ্দেশ্য কে সামনে রেখে পিওর পরিবার সন্মানিত চিকিৎসক এবং চিকিৎসা পরিসেবায় পেশাজীবি কলা কুশলীর সাথে পরিপূরক হয়ে একটি আন্তরিক ও আদর্শিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কুষ্টিয়া বাসির কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দীর্ঘ প্রতিক্ষার পর পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস তার অভিষ্ঠ লক্ষের দ্বারপ্রান্তে। আমাদের এই ভবন টি নির্মাণাধীন, কিছু বাধ্যবাধকতা থাকায় - এখোন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ ডাক্তার কন্সালটেশন ও ডায়াগোনোসিস এবং ডায়াবেটিস এয়ারনেস নিয়ে পিওরের পথ চলা শুরু। অচিরেই আমাদের বাকি ফ্লোর গুলো কম্পিলিট হওয়ার সাথে সাথেই - ডায়ালাইসিস, সিটি স্ক্যান এবং এম আর আই এর মতো গুরুত্বপূর্ণ ইমেজিং ব্যবস্থা পরিপূর্ণ ভাবে পিওরের স্বাস্থ্যসেবায় যুক্ত হবে। সবশেষে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্য কামনা করে দোয়া করেন।