| বঙ্গাব্দ
ad728
ad728

সিএসএস স্থপতি রেভাঃপলমুন্সি মহোদয়ের স্মরণে সিএসএস কুষ্টিয়া ০১ ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 14-06-2025 ইং
  • 28281 বার পঠিত
সিএসএস স্থপতি রেভাঃপলমুন্সি মহোদয়ের স্মরণে সিএসএস কুষ্টিয়া ০১ ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সিএসএস স্থপতি রেভাঃপলমুন্সি মহোদয়ের স্মরণে সিএসএস কুষ্টিয়া ০১ ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: একেএম নাজমুল আলম 

সিএসএস-কুষ্টিয়া সদর ০১ ব্রাঞ্চের উদ্যোগে সিএসএস প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভাঃপলমুন্সি মহোদয়ের স্মরণে এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মে ২০২৫ ইং (মঙ্গলবার) তারিখে কুষ্টিয়ার কাস্টমমোড়ে অবস্থিত সিএসএস কুষ্টিয়া সদর ০১ ব্রাঞ্চ কার্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়। ক্যাম্পটির সভাপতিত্ব করেন রাজবাড়ী  জোনের জোনাল ম্যানেজার মোঃ একরামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়ার রিজিওনের রিজনাল ম্যানেজার  মিঃ পার্থ কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ মাসুদুর রহমান।  উক্ত অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সুপরিচিত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোঃ সাফায়েত হোসেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু থেকে শুরু করে বয়স্ক—সকল বয়সের মানুষকে বিনামূল্যে চিকিৎসা, প্রেসক্রিপশন এবং প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার সাদিয়া মৌ এমবিবিএস সিএমইউ (ঢাকা) পিজিটি সার্জারি গাইনি ও প্রসূতি রোগের অভিজ্ঞ।  প্রযুক্তি বিভাগের অভিজ্ঞ জনবল। ক্যাম্পটি সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এবং এতে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এই ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে স্মৃতিকে সম্মানে পরিণত করা হয়েছে সেবার মাধ্যমে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম