| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় কবি কনক চৌধুরীর 'অমানিশা' উপন্যাসের মোড়ক উন্মোচন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-06-2025 ইং
  • 22883 বার পঠিত
কুষ্টিয়ায় কবি কনক চৌধুরীর 'অমানিশা' উপন্যাসের মোড়ক উন্মোচন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় কবি কনক চৌধুরীর 'অমানিশা' উপন্যাসের মোড়ক উন্মোচন

নিজ সংবাদ।। 

কুষ্টিয়ায় কবি  কথাসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী'র সদ্য প্রকাশিত নন্দিত উপন্যাস "অমানিশা" এর  মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স হলে এ মোড়ক উন্মোচন করা হয়। কুষ্টিয়ার সংগঠন কাব্য সংসদ ও সুন্দরম ললিতকলা একাডেমির যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 'অমানিশা' উপন্যাসের লেখক কনক চৌধুরীর সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উদযাপন পর্ষদের আহবায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আকাশ চক্রবর্তী। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কবি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব  অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও শিল্পী তুলিকা বিশ্বাস। এসময় মূখ্য আলোচক ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, তোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. শহিদুর রহমান। কুষ্টিয়া নদী পরিব্রাজক দলের সভাপতি, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান মজু, কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুন্সী সাঈদ, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক রিণা বিশ্বাস।এদিকে 'অমানিশা' উপন্যাসের মোড়ক উম্মোচনে কবিতা আবৃত্তি করেন, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোনিয়া রহমান, প্রভা সরকার, তিলোত্তমা বিশ্বাস, সাকিলা দোলা, শিশিত কুমার বিশ্বাস, সুদিন্ডা রায় চক্রবর্তী, বিপুল বিশ্বাস, ফিরোজা খানম পান্না, আসমা আনসারী মীর, দরবেশ হাফিজ, আব্দুল্লাহ সাঈদ, হাসিনা রহমান, তুষার রেজা, জয় সিংহ রায়। এছাড়া কবি ও লেখক শিশিত কুমার বিশ্বাস, হাসান টুটুল ও সোহেলী পারভীন ঝুমুর "অমানিশা" উপন্যাসের পাঠক হিসেবে বক্তব্য রাখেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম