নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রদল নেতার নাম অনিক, যিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। নিহত জমির উদ্দিন জাসদ-এর কর্মী ছিলেন বলে জানা গেছে। সোমবার (৩০ জুন) দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জমির উদ্দিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জমির উদ্দিন ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জেরে অনিক ছাত্রদলের কয়েকজন কর্মীকে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালান। এ সময় তাকে হাতুড়ি ও হকস্টিক দিয়ে মারধর করা হয়। ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, “চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।”এলাকাবাসীর দাবি, দেড় বছর আগে অনিকের ওপরে হামলা চালিয়ে তার হাত ভেঙে দিয়েছিলেন জমির উদ্দিন। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই এবার এই হামলা হয়েছে বলে তারা ধারণা করছেন। মিরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, “পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হামলায় হাতুড়ি ও হকস্টিক ব্যবহার করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।”
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |