নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া জেলার খোকসা থানার সাতপাখিয়া গ্রামে চাঞ্চল্যকর আলী প্রামানিক হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া, র্যাব-৬ সিপিসি-২ এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মামলার এজাহারভুক্ত ২নং আসামি মোঃ কালাম শেখ কালন (৪৩), পিতা: মৃত লইমুদ্দিন শেখ এবং ৩নং আসামি মোঃ শাহিন শেখ (২৩), পিতা: মোঃ কালাম শেখ। উভয়ের বাড়ি খোকসা থানার সাতপাখিয়া গ্রামে।র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ২৩ জুন বিকেল ৫টায় সাতপাখিয়া গ্রামে আলী প্রামানিক (৫৫) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত করে গুরুতর জখম করা হয়। পরদিন (২৪ জুন) ভোর ৪টা ৩০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ঘটনার পর নিহতের পরিবারের দায়ের করা মামলায় (খোকসা থানায় মামলা নং: ১১, তারিখ: ২৫/০৬/২০২৫, ধারা: ১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩০২/ ৩০৭/ ৩৫৪/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খোকসা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ও চাঞ্চল্যকর মামলাগুলোর আসামিদের গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সাধারণ মানুষকে র্যাবকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |