| বঙ্গাব্দ
ad728
ad728

ঝিনাইদহে এলজিইডি'র সাবেক প্রকৌশলী'র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 06-07-2025 ইং
  • 692 বার পঠিত
ঝিনাইদহে এলজিইডি'র সাবেক প্রকৌশলী'র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
ছবির ক্যাপশন: ঝিনাইদহে এলজিইডি'র সাবেক প্রকৌশলী'র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে এলজিইডির সাবেক প্রকৌশলী ফজল আহাম্মদ এর পৈত্রিক জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ফজল আহাম্মদ জানান, ঝিনাইদহ মৌজায় এস.এ রেকর্ড এর ৬২০/১ খতিয়ানের  ৮০৪ নং দাগে ৬ শতাংশ জমির মালিক তার বাবা মোঃ ফজলুর রহমান। এই জমি তার বাবা ৯৫ সালে তাকে হেবা দলিলের মাধ্যমে দান করেন। কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক, সাবেক গণবাহিনীর লিডার ভূমিদস্যূ আব্দুল গফুর, যশোর ভূমি অফিস থেকে অসদুপায়ে আরএস রেকর্ড করে উক্ত জমি দখল করেন।এরপর প্রকৌশলী ফজল আহাম্মদ ঝিনাইদহ আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন। উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনি ভাবে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু'র সাথে যোগসাজশে জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন।নিজ জমি ফিরে পেতে ভূমি জরিপ এর  জন্য ঝিনাইদহ পৌরসভায় ফজল আহাম্মদ আবেদন করলেও সেটা বন্ধ করতে নানা তদবির করছেন আব্দুল গফুর। এ বিষয়ে আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি নিয়ে আদালতে মামলা চলছে, এখন জমি মাপার কোন প্রশ্নই আসে না। ঝিনাইদহ সদর পৌরসভার নিযুক্ত এ্যাঃ বদিউজ্জামান বদি'র কাছে জমি মাপার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি মাপার কথা ছিলো, কিন্তু হঠাৎ আব্দুল গফুর নোটিশ দিয়েছেন, এজন্য জমির মাপ স্থগিত রয়েছে। উল্লেখ্য ফজল আহম্মদ পৈতিক সম্পত্তি ফিরে পাওয়া জন্য আদালতে মামলা করেন ২০০২ সালে, আর ভূমিদস্যূ ও অবৈধ দখলদার আব্দুল গফুর আদালতে মামলা করেন ২০২৪ সালে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম