কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া-০৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোঃ মঈনউদ্দিনের নেতৃত্বে খোকসা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে লিফলেট বিতরণ ও পথসভা। শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলা কৃষক দলের ব্যানারে খোকসা উপজেলার গোপোগ্রাম, সাতপাখিয়া, মাসিলিয়া ও শোমসপুর এলাকায় “রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা” দাবির প্রচারে লিফলেট বিতরণ করা হয়।এই কর্মসূচির অংশ হিসেবে হাফেজ মোঃ মঈনউদ্দিন এক মোটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে বিভিন্ন এলাকায় পথসভা করেন এবং জনগণের কাছে বিএনপির দাবিসমূহ তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামসহ বিএনপি, কৃষক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী।পথসভাগুলোতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিতে উৎসাহ যোগায় বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোঃ মঈনউদ্দিন জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে খোকসা-কুমারখালীর জনসাধারণের পাশে সব সময় থাকার প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের দুঃখ-দুর্দশা লাঘবে আন্তরিকভাবে কাজ করবো ইনশাআল্লাহ।" বর্তমান সরকার কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা কৃষকের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর। দেশের প্রতিটি কৃষক আজ নানা সমস্যার মুখোমুখি। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। সকলকে এগিয়ে এসে এই আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানাই।" পথসভায় তিনি আরো বলেন, “দেশ আজ চরম সংকটে। জনগণের সরকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়েছে। এই দাবিগুলো বাস্তবায়নেই দেশের মুক্তি সম্ভব। আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |