কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় বিএনপি নেতা আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের খানাপাড়া বিএনপি পার্টি অফিস কার্যালয়ে জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু। এছাড়াও উপস্থিত ছিলেন মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শিপনসহ মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর রাজনৈতিক অবদান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা স্মরণ করেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকারের দুঃশাসন, গণতন্ত্র হরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দেশের প্রতিটি জেলা-উপজেলায় গণআন্দোলনের ঝড় উঠেছে। দোয়া মাহফিলে কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |