কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামি শিক্ষক মো. শাহিন ইসলাম (৩০)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১ এবং র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর যৌথ দল নোয়াখালী জেলার সুধারাম থানাধীন পৌরসভা হাউজিং সেন্টার রোড সংলগ্ন সুরমা ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহিন ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়ার শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মামলা নং-৬, তারিখ ০৭/০৮/২০২৫, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৫/৬ ধারায় মামলা দায়ের করে। র্যাব জানায়, শিক্ষক রূপী ভণ্ড শাহিন ইসলাম একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে আপত্তিকর ছবি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীর মহান সম্পর্ক কলঙ্কিত হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী জেলার সুধারাম থানার মাধ্যমে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করছে। সমাজে শিক্ষার সঠিক চর্চা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার স্বার্থে এমন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |