কুষ্টিয়া প্রতিনিধি:
অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে কুষ্টিয়ার কুমারখালির সদরপুরে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুরে এশিউর গ্রুপের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। কুমারখালি উপজেলার ১৯৯৫ সালের এস এস সি ব্যাচ এই উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। দিনব্যাপী এ ক্যাম্পে ঢাকা, রাজশাহী ও কুষ্টিয়া মেডিকেলের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন এবং এলাকার কয়েকশত রোগীদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করে ঔষধ দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার এস এস সি-৯৫ ব্যাচের সভাপতি মুরাদুল ইসলাম। এসময় কুমারখালি শহর থেক চিকিৎসা নিতে আসা শাজাহান বলেন, আমি ডায়বেটিসের রোগী, জানতে পারি এখানে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে। শরীরে ব্যাথায় জর্জরিত তবুও এসেছি। তবে এসে ভালোই উপকার হলো, ফ্রিতে যে ঔষধ দিয়েছে তাতে অনেক টাকা বেঁচে গেছে। এদিকে সদরপুর গ্রামের মরিয়ম বলেন, বড় বড় ডাক্তার আসবে, ফ্রিতে সেবা দেওয়া হবে এমন সংবাদে হাড়ের সমস্যা নিয়ে এসেছি। আমাগো এলাকার শেখ সাদীর জন্য ফ্রিতে ঔষধ পেয়েছি। এদিকে এস এস সি-৯৫ ব্যাচের সভাপতি মুরাদুল বলেন, দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়েছে।এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করে। বিকেল ৩টা পর্যন্ত প্রায় আড়াই হাজারের অধিক রোগী এসেছিলো। এশিউর গ্রুপের সৌজন্যে এই কর্মসূচিতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করে ঔষধ প্রদান করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী বলেন, কুমারখালি উপজেলার এসএসসি ৯৫ ব্যাচ সামাজিক উন্নয়নের অনন্য উদাহরণ রেখেছে। তারা প্রতিনিয়ত মানবতবার কল্যাণে কাজ করে চলেছে। ভবিষ্যতে আরও ভালো কিছু করবে বলে আশাবাদী তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী হিসেবে কতটা আশাবাদী- প্রশ্নের জবাবে শেখ সাদী বলেন, আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যে সিদ্ধান্ত নিবেন তিনি সেটাই মেনে নিবেন, ধানের শীষ প্রতীকের বাইরে তিনি নন। দল থেকে তাকে মনোনীত করলে নির্বাচনে প্রার্থী হবেন। তিনি আরো বলেন, জনপ্রতিনিধি হলেই জনগণের সেবক হওয়া যায় না। জনগনের সেবক হতে হলে আগে তাদেরকে ভালোবাসতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষকে ভালোবাসার মধ্যে একটা আনন্দ কাজ করে, সে লক্ষ্যে বার বার ছুটে আসি গ্রামে। ইতিমধ্যে সাধারণ মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এতেই রাজনৈতিক জীবন স্বার্থক। সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা খোজ নিয়ে দেখতে পারেন, অনেক আগে থেকে এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। নির্বাচনের জন্য মানুষের পাশে দাঁড়াইনি। ভালো কাজ করলে মানুষ তাকে মনে রাখে, সে লক্ষ্যে আমার পথচলা। আমি যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এসময় কয়া ইউনিয়নের ইঞ্জি: তানভীর রহমান জীবন জানান, শেখ সাদী সাহেব ইতিমধ্যে কুমারখালি- খোকসার জনগণের জন্য এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিনিয়ত তৃনমুল পর্যায়ের কর্মীদের নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ডে মতবিনিময় করছেন। জনগণের সুখ দুঃখের কথা শুনে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ইতিমধ্যে তার নিজ প্রতিষ্ঠান এশিউর গ্রুপের নামে এশিউর জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছেন। জনগণের চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রেখেছেন। এছাড়া তার নিজ বাসভবনে ঢাকা, রাজশাহী ও কুষ্টিয়া মেডিকেলের চিকিৎসক দ্বারা সেবা নিশ্চিত ও ঔষধ প্রদান করেছেন। জনগণের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। ইঞ্জি: তানভীর রহমান জীবন আরো বলেন, আগামী নির্বাচনে দল থেকে শেখ সাদী সাহেবকে মনোনীত করলে বিপুল ভোটে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |